অস্বাভাবিক দর বৃদ্ধি মূল্য সংবেদনশীল তথ্য নেই রহিমা ফুডের

নিজস্ব প্রতিবেদক: শেয়ারদর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি রহিমা ফুড করপোরেশন লিমিটেডের। সম্প্রতি অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি এমন তথ্য জানায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানিটির অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। জবাবে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে বলে জানায় কোম্পানি কর্তৃপক্ষ।

কোম্পানিটির গত ৮ মার্চ থেকে ধারাবাহিকভাবে দর বাড়ছে। ডিএসইতে গত ৮ মার্চ কোম্পানির শেয়ারদর ছিল ১৭৯ টাকা, গত ১৪ মার্চ লেনদেন হয় ২৪২ টাকা ৪০ পয়সায়। এ হিসাবে মাত্র চার কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৬৩ টাকা ৪০ পয়সা। আর এই দর বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই।

এদিকে গতকালও ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর চার দশমিক ৭০ শতাংশ বা ১১ টাকা ৪০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ২৫৩ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ২৫৩ টাকা ৮০ পয়সা। দিনজুড়ে পাঁচ লাখ ৭০ হাজার ২৮২টি শেয়ার তিন হাজার ৮৩৪ বার হাতবদল হয়, যার বাজারদর ১৪ কোটি ২৯ লাখ ৩০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনিম্ন ২৩৭ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ২৬১ টাকা ৪০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ১৭৫ টাকা ৪০ পয়সা থেকে ২৬১ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করে।

কোম্পানিটির শেয়ার বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে লেনদেন হয়েছে। কোম্পানির ৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ২০ কোটি টাকা। কোম্পানির মোট দুই কোটি ২০০ শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৩৭ দশমিক ৩৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক ২০ দশমিক ৬৭ শতাংশ, বিদেশি চার দশমিক ৯৯ শতাংশ এবং বাকি ৩৬ দশমিক ৯৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।