Print Date & Time : 30 August 2025 Saturday 10:08 pm

অ্যাডভোকেট গাজী সাইদুল হক আর নেই

রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের প্রবীণ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান পরামর্শক অ্যাডভোকেট গাজী সাইদুল হক গত ৩০ জানুয়ারি রাতে ইউনাইটেড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস, থোরাসিক ম্যাস ও কার্ডিওভাসকুলার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত ছিলেন। মরহুমের পৈতৃক বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

তিনি বরিশাল জিলা স্কুল থেকে মেট্রিক ও বরিশাল বিএম কলেজ থেকে বিএসসি ডিগ্রি র্অজন করে সরকারি চাকরিতে যোগদান করেন। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি র্অজন করে অ্যাডভোকেট হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৭৮ থেকে ২০২০ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টে কৃতিত্বের সঙ্গে আইন পেশায় নিয়োজিত ছিলেন। তিনি উত্তরার ৪ নম্বর সেক্টরের খেলার মাঠ, স্কুল, পার্ক ও মসজিদের নাগরিক সুযোগ নিশ্চিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

গাজী সাইদুল হক দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রমের (অবসরপ্রাপ্ত এসপি) শ্বশুর। তার আত্মার মাগফিরাত কামনায় আজ বাদ আসর উত্তরার ৪নং জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।