Print Date & Time : 28 August 2025 Thursday 12:20 am

অ্যাপলেও মাইক্রোসফট অফিস

অ্যাপল পণ্যে মাইক্রোসফট অফিস কাজ করে না। এ তথ্যটি সবারই জানা। তবে এর ব্যতিক্রম ঘটেছে। এবার অ্যাপলের ম্যাক অ্যাপ স্টোরে মিলছে মাইক্রোসফট অফিসের ৩৬৫ সংস্করণটি।
ম্যাক স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে অ্যাপটি। এতে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট ও এক্সেল ব্যবহার করা যাবে।
অ্যাপলের জন্য বিশেষভাবে অফিস সংস্করণটি তৈরি করেছে মাইক্রোসফট। এখানে ম্যাকের সব ফিচার যেন স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়, সেদিকে খেয়াল রাখা হয়েছে।
অ্যাপল মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্ট ফিল স্কিলার বলেন, অ্যাপল ও মাইক্রোসফট একসঙ্গে অফিস সফটওয়্যারটির একটি ভালো অভিজ্ঞতা দিতে চায়। এ লক্ষ্যে পৌঁছানোর জন্যই আমাদের এ প্রয়াস। মাইক্রোসফট অফিস ৩৬৫ এখন থেকে ম্যাক, আইপ্যাড ও আইফোন ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন।