শেয়ার বিজ ডেস্ক: এক মাস বিলম্বের পর বাজারে এসেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের নতুন ওয়্যারলেস হেডফোন ইয়ারপডস। এরই মধ্যে হেডফোনটি নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা। ইয়ারপডসকে পুনরায় ব্যবহারযোগ্য (রিসাইকেল) করাটা কষ্টকর এমনটাই ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স।
আগের কয়েক বছর যাবৎ পরিবেশবান্ধব পণ্য তৈরির দিকেই মনোযোগ দিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটির তৈরি পণ্য যাতে সহজে পুনর্ব্যবহার করা যায়, সেদিকে জোর দিয়েছে তারা। এর আগে খরচ পুনঃপ্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়ার জন্য সমালোচিত হতে হয়েছে অ্যাপলকে। তারপর থেকেই আরও বেশি পরিবেশবান্ধব পণ্য তৈরির লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি। নতুন হেডফোনটি এ নীতির বাইরে যাচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছেন ইলেকট্রনিকস প্রতিষ্ঠান আইফিক্সিট। এয়ারপডস খুলে তা পরীক্ষার সময় এর পুনঃপ্রক্রিয়াজাতকরণ কষ্টসাধ্য হবে বলে জানিয়েছে তারা।