Print Date & Time : 6 September 2025 Saturday 1:41 am

অ্যাম্বুলেন্স দুর্ঘটনা : টানা ২৬ ঘণ্টা গাড়ি চালিয়ে ঘুমিয়ে পড়েছিলেন চালক

প্রতিনিধি, শরীয়তপুর : পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোলপ্লাজার কাছে সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক ও হেলপারসহ ছয়জন নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, অ্যাম্বুলেন্সের চালক ২৬ ঘণ্টা গাড়ি চালিয়ে ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

শিবচর হাইওয়ে থানা পুলিশ ও জাজিরা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চালক রবিউল খুলনার দিঘলিয়ার চন্দনিমহল এলাকার কাওসার হাওলাদারের ছেলে। তিনি রোববার দিনগত রাত দুইটার দিকে ঢাকা থেকে রোগী নিয়ে ভোলা যান। ভোলা থেকে ঢাকায় ফেরার পথে বরিশাল শহরের বেলভিউ হাসপাতাল থেকে আরেক রোগী নিয়ে সোমবার রাতে ঢাকায় রওয়ানা হন। দীর্ঘ ২৬ ঘণ্টা গাড়ি চালানোর কারণে তার শরীর ক্লান্ত ছিল। গাড়ি চালানোর সময় তিনি হঠাৎ ঘুমিয়ে পড়েন। ওই অবস্থায় দুর্ঘটনাটি ঘটে।

ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা ক্যান্সার রোগী জাহানারা বেগম (৫৫), তার মেয়ে লুৎফুন নাহার লিমা (৩০), স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি (২৮), গাড়িচালক রবিউল ইসলাম (২৯), হেলপার জিলানী (২৮) ও মাসুদ রানা (৩০) নিহত হন। মাসুদ রানা দৈনিক নবচেতনা পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান। মৃত জাহানারা ও লিমার বাড়ি পটুয়াখালি বাউফল উপজেলার কারখানা গ্রামে। জাহানারার স্বামী লতিফ মল্লিক আমেরিকা প্রবাসী। ফজলে রাব্বির বাড়ি একই জেলার দশমিনা উপজেলার আদমপুর গ্রামে। সাংবাদিক মাসুদ রানার বাড়ি বরিশালের আগইলঝাড়া উপজেলার বাসাইল গ্রামে। আর রবিউলের সহকারী জিলানীর বাড়ি মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর গ্রামে। পরে নিহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার এনামুল হক সুমন বলেন, পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা হয়েছে। এমন খবরে সেখানে উপস্থিত হয়ে দেখি ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা ছয়জন নিহত হয়েছেন। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্স ও ট্রাকটি নিরাপদ স্থানে নিয়ে যাই। আর লাশগুলো জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

শিবচর হাইওয়ে থানার ওসি আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক বলেন, “পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার ২০০ থেকে ৩০০ মিটার সামনে ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে। আমরা জেনেছি, অ্যাম্বুলেন্সের চালক রবিউল টানা ২৬ ঘণ্টা ডিউটিতে ছিলেন। এ কারণে তিনি ক্লান্ত ছিলেন। সম্ভবত গাড়ি চালাতে চালাতে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। এ কারণে চলন্ত ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটি।”