অ্যালায়েন্স ক্যাপিটালের লভ্যাংশের চেক হস্তান্তর

অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এমটিবি ইউনিট ফান্ডের পৃষ্ঠপোষক হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডকে (এমটিবি) সম্প্রতি এমটিবির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে দুই কোটি ২৯ লাখ ৯৩ হাজার ৮৪৫ টাকার নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) চেক হস্তান্তর করে। অনুষ্ঠানে অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের এমডি ও সিইও আসাদুল ইসলাম ও এমটিবির এমডি এবং সিইও আনিস এ খান ও গ্রুপের চিফ ফিন্যান্স অফিসার সৈয়দ আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি