অ্যাশেজে ১০ উইকেটের জয়ে হিউজকে স্মরণ অস্ট্রেলিয়ার

শেয়ার বিজ ডেস্ক : ফিলিপ হিউজের মৃত্যুর তিন বছর পূর্ণের দিনেই পাঁচ ম্যাচ অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেটের বিশাল জয় পেল অস্ট্রেলিয়া। হাতে সব উইকেট নিয়েই মাত্র ৫৫ রান করতে শেষ দিন মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। জয় নিয়েই মাঠ ছাড়ে।

১৯৮৮ সালে ব্রিজবেনে অ্যালান বোর্ডারের সময়ের অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর থেকে অস্ট্রেলিয়ার জন্য ক্রমেই যেন অপ্রতিরোধ্য দুর্গ হয়ে উঠেছে এই মাঠ। গেল ২৮ বছরে এই মাঠে স্বাগতিকরা টেস্ট হারেনি একটিও। চলতি অ্যাশেজের প্রথম ম্যাচেও সেই ধারাই অব্যহত রইল স্টিভেন স্মিথদের।

শেষ দিনে ক্যামেরুন বানক্রফট (৮২) ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার (৮৭) জয় নিয়ে মাঠ ছাড়েছেন। এর আগে অস্ট্রেলিয়ান বোলারদের দুর্দান্ত বোলিংয়ে রোববার চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। প্রথম ইনিংসে ২৬ রানের লিড পাওয়া অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭০ রান। ক্যামেরুন ও ওয়ার্নার ১১৪ রান করে চতুর্থ দিন শেষ করেন।

দুই উইকেটে ৩৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল ইংল্যান্ড। মার্ক স্টোনম্যান ও জো রুট শুরুর সময়টা নিরাপদে কাটিয়ে দিলেও মুহূর্তেই চিত্র পাল্টে দেন নাথান লায়ন। গোটা ম্যাচে দুর্দান্ত বোলিং করা অফ ষ্পিনার ফিরিয়ে দেন দুই বাঁহাতি স্টোনম্যান (২৭) ও ডেভিড মালানকেও। তৃতীয় দিন দুই উইকেট নেওয়া জশ হেইজেলউড এলবিডব্লিউ করে দেন ৫১ রান করা অধিনায়ক রুটকে।

 

মঈন আলি ও জনি বেয়ারস্টো স্কোর কার্ড আরও সমৃদ্ধ করতে চাইলে বেশি সময় টিকে থাকতে পারেননি। দুজনের জুটি যখন কেবল জমে উঠেছে, আবারও বাধা হয়ে দাঁড়ান সেই লায়ন। ৪০ রানে স্টাম্পড হন মঈন। তবে এই আউট নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছে ক্রিকেট বিশেষজ্ঞরা।

ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার উঠেছে সেঞ্চুরিয়ান ও অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের হাতে। প্রথম ইনিংসে ১৪১ রানে অপরাজিত থাকেন তিনি।

ঠিক তিন বছর আগে আজকের এই দিনে (২৭ নভেম্বর) অস্ট্রেলিয়ার সম্ভাবনাময় ক্রিকেটার ফিল হিউজ মৃত্যু বরণ করেছিলেন। ক্রিকেট মাঠেই ঘাড়ে বল লাগে তার। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২০১৪ সালের ২৭ নভেম্বর মৃত্যু হয় তার। প্রতি বছর এই দিনটিকে স্মরণ করেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। আর আজকের এই দিনেই আসলো চলতি অ্যাশেজ সিরিজের প্রথম জয়।