অ্যাসোসিয়েটেড ক্যাপিটাল সিকিউরিটিজ লিমিটেডের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ট্রেক # ২৮৫) লেনদেন গতকাল শুরু হয়। দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী এ লেনদেন উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক প্রেসিডেন্ট নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী, বিএসএ গ্রুপের আমজাদুর ফেরদৌস চৌধুরী, মেরিডিয়ান গ্রুপের কোহিনূর কামাল, এবি ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধান মাহতাবুর রহমান ও কমার্শিয়াল ব্যাংক অব সিলনের ডিজিএম অসীম কুমার নন্দী। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাসোসিয়েটেড ক্যাপিটাল সিকিউরিটিজের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক বিনিয়োগকারী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
