Print Date & Time : 15 September 2025 Monday 11:20 pm

অ্যাসোসিয়েশন অব ইন্স্যুরেন্স এক্সিকিউটিভসের কমিটি গঠন

সিনিয়র বিমা নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইন্স্যুরেন্স এক্সিকিউটিভসের সাম্প্রতিক বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী সভায় ২০২১-২৩ (দ্বি-বার্ষিকী মেয়াদে) নির্বাহী পরিষদ গঠিত হয়েছে। সংগঠনটির সাধারণ সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোং লিমিটেডের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমান পরিচালক (বিপণন) রোটারিয়ান মো. হাফিজ উল্যাহ পিডিজিকে সভাপতি এবং যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেডের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. বিশ্বজিৎ কুমার মণ্ডলকে মহাসচিব পদে নির্বাচিত করে মোট ১৯ সদস্যের একটি নির্বাহী পরিষদ গঠন করা হয়। বিজ্ঞপ্তি