আইইবি চট্টগ্রাম কেন্দ্রের প্রতিনিধিদের জিপিএইচের প্ল্যান্ট পরিদর্শন

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের একটি প্রতিনিধিদল সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় জিপিএইচ ইস্পাতের ইলেকট্রিক কোয়ান্টাম আর্ক ফার্নেস প্রযুক্তি দিয়ে ইস্পাতসামগ্রী তৈরির প্ল্যান্ট পরিদর্শন করেন। আইইবির চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেনের নেতৃত্বে প্রতিনিধিদল প্ল্যান্ট এলাকায় পৌঁছালে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল তাদের অভ্যর্থনা জানান। প্রতিনিধিদলের পক্ষ থেকে জিপিএইচ ইস্পাতের পরিচালককে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিলেন আইইবির চট্টগ্রাম কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী, সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলম, কাউন্সিল সদস্য প্রকৌশলী তৌহিদুল আনোয়ার, প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, প্রকৌশলী প্রদীপ বড়ুয়া, প্রকৌশলী এ কে এম সাইফুল ইসলাম, প্রকৌশলী সৈয়দ ইকবাল পারভেজ ও প্রকৌশলী মো. ইফতেখার আহমেদ এবং আইইবি’র উপ-নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন খালেদ চৌধুরী। বিজ্ঞপ্তি