নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) উদ্যোক্তা মৃত শফিকুল ইসলামের নামে থাকা শেয়ার তার উত্তরাধিকারীকে হস্তান্তর করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, শফিকুল ইসলামের নামে কোম্পানির মোট ৫ লাখ ৮ হাজার ৭৮২টি শেয়ার ছিল। কোর্টের আদেশক্রমে ওই শেয়ার তার উত্তরাধিকারীকে হস্তান্তর করা হয়েছে। কোম্পানিটির মোট ১৪ কোটি তিন লাখ ২৬ হাজার ৬৭০টি শেয়ারের মধ্যে ২৯ দশমিক ১৬ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে, আর ২৩ দশমিক ২৫ শতাংশ শেয়ার ধারণ করছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এবং ৪৭ দশমিক ৫৯ শতাংশ ধারণ করছে সাধারণ বিনিয়োগকারীরা। আর্থিক প্রতিষ্ঠান খাতের এ কোম্পানিটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে লেনদেন হচ্ছে, যার ২৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৪০ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা।

Print Date & Time : 6 August 2025 Wednesday 9:20 am
আইএফআইএল উদ্যোক্তার শেয়ার উত্তরাধিকারীকে হস্তান্তর
পুঁজিবাজার ♦ প্রকাশ: