Print Date & Time : 8 September 2025 Monday 6:35 am

আইএফসির বাংলাদেশ, ভুটান ও নেপালের দায়িত্বে হল্টমান

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) বাংলাদেশ, ভুটান ও নেপালের নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে মার্টিন হল্টমানকে নিয়োগ দিয়েছে। ঢাকাভিত্তিক নিয়োজিত থেকে হল্টমান বেসরকারি খাতে বিনিয়োগের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং প্রভাব বিস্তারকারী বিনিয়োগ (ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট) বাড়ানোর দিকে মনোযোগ দেবেন।

হল্টমানের জন্মস্থল জার্মানিতে। তিনি ২০০৭ সালে আইএফসিতে যোগ দেন। এ অঞ্চলে যোগ দেয়ার আগে তিনি ফিন্যান্সিয়াল ইনক্লুশনের গ্লোবাল সেক্টর ম্যানেজার হিসেবে আইএফসিকে লাখ লাখ অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে চিরায়ত এবং ডিজিটাল অর্থনৈতিক সেবা সুবিধা নিয়ে আসার সুযোগ সৃষ্টি করেন। এ ছাড়া তিনি দুইশরও বেশি সহযোগী সংস্থার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিনিয়োগ ও পরামর্শ সহায়তা দিয়েছেন।

আইএফসির দক্ষিণ এশীয় আঞ্চলিক পরিচালক হেক্টর গোমেজ আং বলেন, ‘আইএফসি বাংলাদেশ, ভুটান ও নেপালের কাজকে আরও দৃঢ় করছে এবং এমতাবস্থায় মার্টিনের কর্ম-অভিজ্ঞতা এ অঞ্চলে আইএফসির জন্য অমূল্য হবে।’ বিজ্ঞপ্তি