Print Date & Time : 2 August 2025 Saturday 6:38 pm

আইএমএফের পূর্বাভাস ২০১৮ সালে বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে গতি বাড়বে 

শেয়ার বিজ ডেস্ক : ২০১৮ সালে বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে গতি বাড়বে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে তা সত্ত্বেও এখনো কিছুটা ঝুঁকি রয়ে গেছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান ক্রিস্টিন লাগার্দ। সম্প্রতি সিঙ্গাপুরে এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

বর্তমানে বিশ্বের ৭৫ শতাংশ অর্থনীতি প্রবৃদ্ধির পথে রয়েছে। স্থানীয় চাহিদা ও বাণিজ্যের পাশাপাশি দীর্ঘসময় পিছিয়ে থাকা বিনিয়োগেও গতি ফিরে এসেছে। গত বছরের ৩ দশমিক ২ শতাংশের তুলনায় সম্প্রতি চলতি বছরের জন্য বৈশ্বিক প্রবৃদ্ধি পূর্বাভাস বাড়িয়ে ৩ দশমিক ৬ শতাংশ এবং আগামী বছরের জন্য প্রবৃদ্ধি পূর্বাভাস ৩ দশমিক ৭ শতাংশ করেছে আইএমএফ।

এছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তুলনায় ইউরো অঞ্চল, জাপান, এশিয়া,  ইউরোপ ও রাশিয়ার প্রবৃদ্ধির গতি বেশি।