Print Date & Time : 13 September 2025 Saturday 12:18 pm

আইএমএফের শর্ত মেনে বাজেট সংশোধন পাকিস্তানের

শেয়ার বিজ ডেস্ক:পাকিস্তানের সংসদ গত রোববার ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের অনুমোদন দিয়েছে। আরও বেলআউট তহবিল পেতে প্রচেষ্টার অংশ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মেনে বাজেটের সংশোধন করা হয়েছে। খবর: ভয়েস অব আমেরিকা।

চলতি মাসের মাঝামাঝিতে আইএমএফ পাকিস্তানের প্রাথমিক বাজেট নিয়ে অসন্তোষ প্রকাশ করে। সংস্থাটি জানায়, এতে আরও প্রগতিশীল প্রক্রিয়ায় করদাতার বিস্তার ঘটানোর সুযোগের অপচয় হয়েছে।

এরপর অর্থমন্ত্রী ইসহাক দার নতুন কর ও ব্যয় সংকোচনের উদ্যোগ ঘোষণার এক দিন পর সংশোধিত বাজেটের অনুমোদন হলো।

পাকিস্তানে বৈদেশিক মুদ্রার বর্তমান রিজার্ভ দিয়ে মাত্র এক মাসের আমদানি বিল মেটানো সম্ভব। এ পরিস্থিতিতে পাকিস্তান ব্যালেন্স অব পেমেন্ট সংকটে ভুগছে। বিশ্লেষকরা বলছেন, আইএমএফের তহবিল পাওয়া না গেলে এই সংকট দেশটিকে ঋণখেলাপি হওয়ার দিকে ঠেলে দেবে।

২০১৯ সালে বর্ধিত তহবিল সুবিধার (ইএফএফ) আওতায় ৬৫০ কোটি ডলার পাওয়ার চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র তিন দিন বাকি। ৩০ জুন এর মেয়াদ শেষ হবে। আইএমএফ যাচাই-বাছাইয়ের পর এ সময়ের মধ্যে পাকিস্তানকে বাকি ২৫০ কোটি ডলারের কিছু অংশ দেবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। এই কিস্তিটি নভেম্বর থেকে অচলাবস্থায় রয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত সপ্তাহে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্থায়ন সম্মেলনের সাইডলাইনে বৈঠক করার পর বাজেট সংশোধন করা হয়। এই সম্মেলনের পর উভয় পক্ষের মধ্যে টানা তিন দিন ভার্চুয়াল আলোচনা হয়।

৬৫০ কোটি টাকা তহবিলের নবম কিস্তি নিয়ে চলতি বছরের শুরুতে দর কষাকষি হয়েছে। এর পর থেকে পাকিস্তান তহবিল প্রাপ্তি নিশ্চিত করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা এই ঋণজর্জর দেশটির জন্য অন্যান্য দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় অর্থায়ন নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দুর্দশা বেড়েই চলেছে পাকিস্তানের। আকাশচুম্বী হয়েছে দ্রব্যমূল্য। গত এক বছরে দেশটির মূল্যস্ফীতি বেড়েছে ৩৭ দশমিক ৯৭ শতাংশ। এমন পরিস্থিতিতে আইএমএফের শর্ত না মেনে উপায় নেই বলে মনে করছেন বিশ্লেষকরা।