Print Date & Time : 10 September 2025 Wednesday 3:18 pm

আইএমএফের সব কথা মেনে নেয়া হয় না: পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, আন্তর্জাতিক দাতা সংস্থা আইএমএফের সব কথা মেনে নেয়া হয় না। আইএমএফ যাই বলুক আগামী বাজেটে মূল্যস্ফীতি আয়ত্বে রাখাই সরকারের লক্ষ্য।

রোববার (৭ মে) রাজধানীর একটি হোটেলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবি আয়োজিত রফতানিতে পণ্যের বহুমুখিকরণ বিয়ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে করের হার বেশি, এটা কমানো উচিত। তবে বাজেট ঘাটতি কমাতে ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে।

পণ্যের বহুমুখিকরণ নীতিতে সরকার সঠিক নীতিতে আছে দাবি করে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, দেশে বিদেশি বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।