নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি জানা গেছে।
জানা যায়, গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
হিসাবমতে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি কনসুলেটেড আয় (ইপিএস) হয়েছে এক টাকা ২৫ পয়সা। গত বছর একই সময়ে তাদের ইপিএস হয়েছিল ৭৮ পয়সা।
এদিকে ৩১ মার্চ, ২০২১ সমাপ্ত সময়ে কোম্পানিটির এনএভি হয়েছে ৩৯ টাকা ৫০ পয়সা।

Print Date & Time : 5 July 2025 Saturday 5:30 pm
আইডিএলসির প্রথম প্রান্তিকের হিসাব প্রকাশ
দিনের খবর,পুঁজিবাজার ♦ প্রকাশ: