নিজস্ব প্রতিবেদক: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস লঙ্ঘনের দায়ে আইআইডিএফসি সিকিউরিটিজকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার বিএসইসির ৫৯৬তম কমিশন সভায় এ জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, আইআইডিএফসি সিকিউরিটিজ কর্তৃপক্ষ সমন্বিত গ্রাহক হিসাব থেকে ২০১১ সালে ৫৫ লাখ টাকা ও ২০১২ সালে ৪০ লাখ টাকা এফডিআর করে। যা থেকে অর্জিত মুনাফা প্রতিষ্ঠানটির হিসাবে জমা করা হয়। এতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭-এর রুল (৮এ) (১) লঙ্ঘন হয়েছে। এছাড়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০-এর দ্বিতীয় তফসিলের আচরণবিধি-১ ও ৬ লঙ্ঘন হয়েছে।
এসব আইন ভঙ্গের কারণে কমিশন প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়।