Print Date & Time : 27 August 2025 Wednesday 3:06 pm

আইপিএল খেলতে ছাড়পত্র পেলেন মোস্তাফিজ

শেয়ার বিজ ডেস্ক : ভারত-পাকিস্তান সংঘাতের জেরে মাঝপথে স্থগিত হয়েছিল আইপিএল। এক সপ্তাহ বন্ধ থাকার পর শনিবার থেকে গড়াচ্ছে আসরটি। ফের শুরু হতে চলা আইপিএলে বিদেশি খেলোয়াড় সংকটে থাকা দিল্লি ক্যাপিটালস থেকে ডাক পেয়েছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় ছিলেন টাইগার পেসার। ফিজকে আইপিএল খেলতে ৭ দিনের ছাড়পত্র দিয়েছে বিসিবি।

আজ শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘ক্রিকেট অপারেশনসের সিদ্ধান্ত অনুসারে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের পেস বোলার মোস্তাফিজুর রহমানকে ভারতে চলতি আইপিএল ২০২৫-এ অংশগ্রহণের জন্য ১৮ থেকে ২৪ মে ২০২৫ পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে।’

শনিবার শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে লাল-সবুজের জার্সিতে পাওয়া যাবে মোস্তাফিজকে। সোমবার পরের ম্যাচে পাওয়া যাবে না তাকে। দুই ম্যাচই হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এই সফরের পর পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশের। ২৫মে সেখানে প্রথম টি-টুয়েন্টি।

এর আগে নিরাপত্তাজনিত কারণে অন্য বিদেশি ক্রিকেটারদের সঙ্গে ভারত ছাড়েন দিল্লি ক্যাপিটালসের জেক-ফ্রেজার ম্যাকগার্ক। দিল্লির ব্যাটার আইপিএলের বাকি অংশের জন্য ফিরছেন না। তার বদলি হিসেবে বুধবার মোস্তাফিজকে দলে টেনেছে দিল্লি। আগেও ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছেন তিনি।

আইপিএলের ওয়েবসাইটে বিবৃতিতে জানানো হয়, ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। অবশ্য মেগা নিলামে অবিক্রিত ছিলেন টাইগার বাঁহাতি পেসার।

৮মে ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ চলাকালীন সময়ে সাময়িকভাবে বন্ধ হয় আইপিএলের চলতি আসর।

২০২২ ও ২০২৩ আসরে দিল্লির হয়ে খেলেছেন ফিজ। দলটির হয়ে এবার তার সামনে সুযোগ তৃতীয় আসরে খেলার। অবশ্য নতূন সূচির আইপিএল বাংলাদেশের আসন্ন আন্তর্জাতিক সূচির সাথে সাংঘর্ষিক। আগামী ১৭মে শুরু হয়ে আইপিএলের পর্দা নামবে ৩ জুন। সেই সময়সীমার মধ্যে সব ঠিকঠাক থাকলে বাংলাদেশ থাকবে পাকিস্তান সফরে।