Print Date & Time : 4 August 2025 Monday 5:47 am

আইপিএল স্থগিত

ক্রীড়া ডেস্ক : করোনাভাইরাসের আতঙ্কে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নির্ধারিত সময়ে মাঠে গড়ানো নিয়ে ছিল বড় শঙ্কা। শেষ পর্যন্ত সেটাই গতকাল সত্যি হয়েছে। মুম্বাইয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি, সচিব জয় শাহ ও অন্যান্য বোর্ড কর্তারা বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছেন, জমজমাট এ টুর্নামেন্ট আগামী ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে।

১৩তম আইপিএল শুরু হওয়ার কথা ছিল ২৯ মার্চ। এরই মধ্যে দলগুলো শুরু করেছে প্রস্তুতি। কিন্তু গত কিছুদিন ধরে বাড়তে থাকা করোনাভাইরাসের প্রকোপে ১৫ এপ্রিল অবধি পিছিয়ে দেওয়া হয়েছে এ মিলিয়ন ডলার ক্রিকেটিং ইভেন্ট। স্বাস্থ্য সচেতনতাই প্রাথমিক শর্ত মাথায় রেখে এ সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। 

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। ক্রীড়া ক্ষেত্রেও ব্যাপক প্রভাব পড়েছে এ ভাইরাসের। পরিস্থিতি উদ্বেগজনক। ব্যতিক্রম নয় ভারতও। সতর্কতা অবলম্বন করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়। এরই মধ্যে সংস্থাটি নির্দেশনা দিয়েছে সব জাতীয় ক্রীড়া সংস্থাকে। তখনই প্রশ্ন উঠেছিল সূচি মেনেই কি শুরু হবে আইপিএল? আর যদি আইপিএল হয় তাহলে কি ফাঁকা গ্যালারিতে তা হবে? তবে দ্বিতীয়টির উত্তর এখনও পাওয়া যায়নি।

আইপিএলে ভবিষ্যৎ নির্ধারণে সৌরভ গাঙ্গুলিদের বৈঠকে বসার কথা ছিল আগামীকাল। কিন্তু গতকালই তারা বৈঠকে বসেন। সেখানে নিদ্ধান্ত হয় আগামী ১৫ এপ্রিল পর্যন্ত জমজমাট এ টুর্নামেন্ট স্থগিত রাখার।

এর আগে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে বিদেশিদের ভিসা। করোনা আতঙ্কের পাশাপাশি তাদের না থাকাটাকেও আইপিএল স্থগিতের অন্যতম কারণ হিসাবে মনে করছেন বিশেষজ্ঞরা।