Print Date & Time : 8 July 2025 Tuesday 12:08 am

আইপিও আইনের খসড়া সুপারিশের ওপর মতামত চেয়েছে বিএসইসি

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ও এ বিষয়ক আইনের বিষয়ে খসড়া সুপারিশ চূড়ান্ত করেছে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স। আইনের খসড়া বিষয়ে পুঁজবাজারসংশ্লিষ্টদের মতামত চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ই-মেইলের মাধ্যমে এ তথ্য জানানো যাবে বলে জানানো হয়েছে।

বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজারের সংস্কারের জন্য গঠিত টাস্কফোর্স ইতোমধ্যে কমিশনের কাছে আইপিও এবং সম্পর্কিত আইনের বিষয়ে খসড়া সুপারিশ জমা দিয়েছে। পুঁজিবাজারের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে বিএসইসি এসব সুপারিশ বাস্তবায়নে কাজ করছে।

আইপিও এবং সম্পর্কিত আইনের বিষয়ে suggestion.iporuleslsec.gov.bd এ ই-মেইলে মতামত জানানো যাবে।

পুঁজিবাজারের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে বিএসইসি গঠিত পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স গত ২৪ মার্চ কর্তৃক আইপিও বিষয়ক খসড়া সুপারিশ জমা দিয়েছে।