Print Date & Time : 27 August 2025 Wednesday 10:24 am

আইফোন ১৫ উম্মোচন সেপ্টেম্বরে

শেয়ার বিজ ডেস্ক:যুক্তরাষ্ট্রের টেকজায়ান্ট অ্যাপলের ফ্ল্যাগশিপ পণ্য আইফোন ১৫ আগামী মাসে উম্মোচন হচ্ছে। এজন্য বিশেষ ‘ওয়ান্ডারলাস্ট’ ইভেন্টের আয়োজন করেছে ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি। খবর: এনডিটিভি।

ইভেন্টে আইফোনের ১৫ সিরিজের ফোনগুলো ছাড়াও অ্যাপল ওয়াচ ৯ সিরিজ, অ্যাপল ওয়াচ আল্ট্রা ২ উম্মুক্ত করা হতে পারে। এছাড়া আইওএস ১৭ এবং ওয়াচ ওএস ১০ কবে ছাড়া হবে সেই তারিখও ঘোষণা হতে পারে।

যদিও আসন্ন ইভেন্টে কোন কোন পণ্য নিয়ে অ্যাপল হাজির হচ্ছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি অ্যাপল।

ধারণা করা হচ্ছে, ইভেন্টে অ্যাপল তার আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স উম্মুক্ত করতে পারে। এরই মধ্যে ফোনগুলোর স্পেসিফিকেশন, ডিজাইন এবং রঙের বিষয়ে সম্পর্কে বেশকিছু গুজব উঠেছে।

তবে আইফোন সিরিজের লাইনআপের জন্য সবচেয়ে প্রতীক্ষিত আপডেট হবে লাইটনিং পোর্টের পরিবর্তে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট অন্তর্ভুক্ত করার বিষয়টি।

অ্যাপল ওয়াচ সিরিজ ৯ পাঁচটি রঙে আসবে বলে আশা করা হচ্ছে। আর ডিজাইনের দিক থেকে স্মার্টওয়াচটি আগেরগুলোর মতো হবে বলে ধারণা করা হচ্ছে।

দ্বিতীয় প্রজন্মের অ্যাপল ওয়াচ আল্ট্রা মডেলটিও আগের স্মার্টওয়াচটির সঙ্গে সাদৃশ্য রেখে তৈরি করা হচ্ছে।

তবে সব গুজব ও ধারণার অবসান পেতে অপেক্ষা করতে হবে ১২ সেপ্টেম্বর রাত পর্যন্ত। ক্যালিফোর্নিয়ার কুপারতিনোতে প্রতিষ্ঠানের সদর দপ্তরে স্টিভ জবস থিয়েটারে এ ইভেন্ট অনুষ্ঠিত হবে। এতে শুধু আমন্ত্রিত অতিথিরা যোগ দিতে পারবেন। অ্যাপলের ওই ইভেন্ট দেখা যাবে অনলাইনেও।

ওয়াল স্ট্রিটের বিশ্লেষকরা বলছেন, অ্যাপল তার ফ্ল্যাগশিপ ডিভাইসের জন্য নানা নতুন ফিচার যুক্ত করেছে। এর মধ্য দিয়ে ক্রেতাদের মনোযোগ কাড়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।