শোবিজ ডেস্ক: ঈদে ‘ট্র্যাপড’ শিরোনামের একটি ওয়েব সিরিজ নিয়ে দর্শকের মাঝে আসছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। নির্মাতা অনন্য মামুনের ‘পার্টনার’ ছবি আইরিনের অভিনীত প্রথম ওয়েব সিরিজ। তবে এটির মুক্তির আগে এ অভিনেত্রীর ওয়েব সিরিজে অভিষেক ঘটছে সৈকত নাসিরের ‘ট্র্যাপড’র মধ্য দিয়ে। ইন্দোনেশিয়ার বালি দ্বীপে চিত্রায়ণ হয়েছে সিরিজটি। রোমান্টিক ও থ্রিলার ধরনের ওয়েব সিরিজটি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ‘সিনেস্পট’ অ্যাপে মুক্তি পাবে। এ প্রসঙ্গে আইরিন সুলতানা বলেন, বিশ্বব্যাপী এখন ওয়েব সিরিজ বেশ জনপ্রিয়। আমাদের দেশেও ধীরে ধীরে এটি জনপ্রিয় হয়ে উঠছে। তাই ওয়েব সিরিজে অভিনয় করতে আমার বেশ ভালোই লাগে। ‘ট্র্যাপট’ আমার অভিনীত দ্বিতীয় ওয়েব সিরিজ, তবে মুক্তি পাচ্ছে প্রথমে। এতে ফাঁদে পড়া সুমি নামের এক মেয়ের চরিত্রে আমি অভিনয় করেছি। নির্মাতা সৈকত নাসির বলেন, ‘ট্র্যাপট’-এ দর্শক পুরোপুরি সিনেমার স্বাদ পাবেন। বাজেট ভালো ছিল বলেই এমন একটি গল্পে ওয়েব সিরিজ বানানো সম্ভব হয়েছে। এ জন্য সিনেস্পট কর্তৃপক্ষকে ধন্যবাদ। ওয়েব সিরিজটির কাহিনি ও চিত্রনাট্য আসাদ জামানের। আইরিন ছাড়াও এতে আরও অভিনয় করেছেন এ কে আজাদ, আমান রেজা ও রিও। ‘ট্র্যাপট’র গল্পে দেখা যাবে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর প্রবাসী এক ছেলের সঙ্গে ফোনে বিয়ে হয় সুমির। বিয়ের পরদিন ইন্দোনেশিয়ার বালিতে বেড়াতে যান তিনি। সেখানে গিয়ে মেয়েটি নানা নাটকীয়তার মাধ্যমে একের পর এক ফাঁদে পড়তে থাকে। এভাবেই রহস্যঘেরা গল্পে ওয়েব সিরিজটি এগিয়ে যাবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইনোভেট সলিউশনের প্রযোজনায় বালিতে ‘ট্র্যাপট’র শুটিং হয়েছে। ঈদের আগের রাত থেকে ১২ পর্বের ওয়েব সিরিজটি ধারাবাহিকভাবে সিনেস্পটে মুক্তি পাবে।
