নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশীয় দেশগুলোতে হিসাব ও নিরীক্ষা পেশার প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানগুলো নিয়ে ঢাকায় এবার ‘সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২২’ আয়োজন করতে যাচ্ছে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। এতে ভারত, শ্রীলংকা, নেপালসহ সার্কভুক্তদেশগুলো থেকে ৩০ জন বিদেশি প্রতিনিধি অংশগ্রহণ করবেন। গতকাল আইসিএবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এবারের সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) ইন্টারন্যাশনাল কনফারেন্সের বিষয়বস্তু (থিম) নির্বাচন করা হয়েছে, ‘রিজিওনাল কানেক্টিভিটি ফর সাসটেইনেবল গ্রোথ’। আগামীকাল শনিবার বিকাল ৩টায় রাজধানীর সোনারগাঁওয়ে কনফারেন্সের উদ্বোধন হবে। উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে সম্মেলনের উদ্বোধন করবেন মাননীয় বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম। উদ্বোধনী সেশনের কনফারেন্স থিমের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।
উদ্বোধনী সেশনের পরে টেকনিক্যাল সেশন-১ এ ‘সাসটেইনেবিলিটি রিপোর্টিং অ্যান্ড গ্রিন ফাইন্যান্স: এ রিজিওনাল পারসপেকটিভ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন যুক্তরাজ্যর অ্যালায়েন্স ম্যানচেস্টার বিজনেস স্কুল-অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স ডিভিশনের প্রফেসর ড. জাভেদ সিদ্দীকী। এতে সেশন চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের বোর্ড পরিচালক ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মাহবুব আহমেদ।
টেকনিক্যাল সেশন ২ এ ‘কারেন্ট ট্রেন্ড অব রিজিওনাল ইকোনমি: রোল অব প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্সি অরগানাইজেশন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আইসিএবির কাউন্সিল মেম্বার এবং হুদা ভাসি চৌধুরী এন্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার সাব্বির আহমেদ এফসিএ। এতে সেশন চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়েল সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
দুইটি সেশনে প্যানেল আলোচক হিসেবে অংশ নেবেন বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলংকার সিএ ইনস্টিটিউট ও কস্ট ইনস্টিটিউট প্রতিনিধিরা।
ভ্যালেডিকটরি সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। এতে বক্তব্য রাখবেন অরগানাইজিং কমিটি অব সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২২-এর চেয়ারম্যান এবং আইসিএবির সাবেক প্রেসিডেন্ট পারভীন মাহমুদ এফসিএ। এই সেশনে পুরো আয়োজনের সারাংশ তুলে ধরবেন আইসিএবির কাউন্সিল মেম্বার ও সাবেক প্রেসিডেন্ট মো. হুমায়ন কবীর এফসিএ। এ সেশনে সাফা ও গ্লোবাল রিপোর্টিং ইনিসিয়েটিভ (জিআরআই) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখবেন আইসিএবির প্রেসিডেন্ট মো. শাহাদৎ হোসেন এফসিএ।