Print Date & Time : 6 August 2025 Wednesday 1:32 am

আইসিএবি’র ২১তম সমাবর্তন অনুষ্ঠিত

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে গতকাল ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ২১তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে মোট ৫০৫ জন নতুন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সিএ সনদ পেয়েছে। জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সাদেকুল আরেফিন। আইসিএবি’র প্রেসিডেন্ট মো. শাহাদাত হোসেন স্বাগত বক্তব্য এবং সিএ সার্টিফিকেট প্রদানের বিষয়ে বক্তব্য দেন সাবেক সভাপতি ও কাউন্সিল সদস্য মো. হুমায়ুন কবির। আইসিএবি ভাইস প্রেসিডেন্ট এনকেএ মবিন  অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন। বিজ্ঞপ্তি