আইসিএমএবিতে সদ্য উত্তীর্ণ সিএমএদের সংবর্ধনা অনুষ্ঠিত

দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) গত বৃহস্পতিবার ২০২৩ সালের পরীক্ষায় উত্তীর্ণ সিএমএদের জন্য ইনস্টিটিউটের এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে সিএমএ পরীক্ষায় উত্তীর্ণ ১৭ জন সিএমএ তাদের পরিবার এবং নিকটজনসহ ওই অনুষ্ঠানে যোগদান করেন। আইসিএমএবির সেক্রেটারি মো. কাউসার আলম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। ভাইস প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ, সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান কাউন্সিল সদস্য জামাল আহমদ চৌধুরী, ইনস্টিটিউটের কোষাধ্যক্ষ মো. আখতারুজ্জামান প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে কেক কেটে ও নৈশভোজের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান উদযাপন সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি