Print Date & Time : 13 September 2025 Saturday 6:36 pm

আইসিএমএবির চট্টগ্রাম শাখার চেয়ারম্যান প্রদীপ, সেক্রেটারি রকিব

 

 

আইসিএমএবি চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের (সিবিসি) যৌথ সভা সম্প্রতি সিএমএ ভবনে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সবার সর্বসম্মতিতে চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের (সিবিসি) ২০২৪ সালের জন্য চেয়ারম্যান মনোনীত হন প্রদীপ পাল এবং সেক্রেটারি মনোনীত হন মো. রকিবুল ইসলাম মৈশান। এছাড়া মোহাম্মদ শাহিদ ও মো. রেজওয়ান হাসান যথাক্রমে ভাইস-চেয়ারম্যান ও ট্রেজারার মনোনীত হন।

প্রদীপ পাল বর্তমানে ইনফিনিয়া গ্রুপে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। মো. রকিবুল ইসলাম মৈশান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। মোহাম্মদ শাহিদ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসের ম্যানেজিং পার্টনার ও খান ওয়াহাব শফিক রহমান অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের সিনিয়র পার্টনার। বিজ্ঞপ্তি