Print Date & Time : 9 September 2025 Tuesday 11:34 am

আইসিএমএবির দ্বিপঞ্চাশত্তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) দ্বিপঞ্চাশত্তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি আইসিএমএবি রুহুল কুদ্দুস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন আইসিএমএবির নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ্। সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সভাপতি মো. আব্দুর রহমান খান। ইনস্টিটিউটের সহ-সভাপতি ড. মো. সেলিম উদ্দিন পরীক্ষা কার্যক্রম ও পরীক্ষা সংক্রান্ত অগ্রগতি উপস্থাপন করেন এবং অপর সহ-সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম ও উন্নয়নের ওপর প্রতিবেদন স্থাপন করেন। বিজ্ঞপ্তি