ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ৫১তম বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মো. মামুনুর রশিদের সভাপতিত্বে সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। ইনস্টিটিউটের পরীক্ষা কার্যক্রমের ওপর বক্তব্য উপস্থাপন করেন ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুল ইসলাম। শিক্ষা কার্যক্রমের বিষয়ে বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট ইমতিয়াজ আলম। ইনস্টিটিউটের ২০২১-২২ সময়ের বার্ষিক প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত বক্তব্য দেন সেক্রেটারি এ কে এম কামরুজ্জামান। ইনস্টিটিউটের বার্ষিক আর্থিক বিবরণী ২০২১-২০২২-এর বিষয়ে বক্তব্য দেন ট্রেজারার মো. আলী হায়দার চৌধুরী। বিজ্ঞপ্তি