Print Date & Time : 30 August 2025 Saturday 4:57 am

আইসিএসবিতে নতুন সচিব ও সিইওর যোগদান

মো. জাকির হোসেন ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের (আরজেএসসি) রেজিস্ট্রার (অতিরিক্ত সচিব) হিসেবে কর্মরত ছিলেন।

তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৯৮৪ ব্যাচের সদস্য। তিনি সরকারি প্রক্রিয়া, ব্যবসায়িক উন্নয়ন, বিদ্যুৎ, জ্বালানি, আর্থিক ব্যবস্থাপনা, স্বাস্থ্য সম্পর্কিত উদ্যোগ এবং সংস্থাগুলোকে পুনর্গঠন করার ক্ষেত্রে ৩৪ বছরের অভিজ্ঞতাসম্পন্ন। তিনি সরকার, পার্টনার, স্টেকহোল্ডার এবং ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক তৈরিতেও পারদর্শী।

দীর্ঘ কর্মজীবনে জাকির হোসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক ব্যবস্থাপনা ও অডিট উইংয়ের যুগ্ম সচিব, ডিপেনিং এমটিবিএফ এবং শক্তিশালীকরণ আর্থিক জবাবদিহিতা (ডিএমটিবিএফ) প্রকল্প, অর্থ মন্ত্রণালয়ের কম্পোনেন্ট কো-অর্ডিনেটর, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সরকারের বিভিন্ন প্রি-অডিট ও পোস্ট অডিট অফিসে কাজ করেছেন। বিজ্ঞপ্তি