আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড পেল ইস্টার্ন ব্যাংক

রাজধানীর একটি হোটেলে গত শনিবার আয়োজিত দশম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২২ ফর করপোরেট গভর্নেন্স এক্সিলেন্স অনুষ্ঠানে জেনারেল ব্যাংকিং ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড লাভ করেছে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের কাছ থেকে গোল্ড অ্যাওয়ার্ড ও সনদ গ্রহণ করেন। অনুষ্ঠানে ১৪টি বিভিন্ন ক্যাটাগরিতে ৪৩টি প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান করা হয়। ২০১৩ সালে আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স প্রবর্তিত হওয়ার পর ইবিএল ইতোমধ্যে ৫টি গোল্ড অ্যাওয়ার্ড লাভের গৌরব অর্জন করেছে। বিজ্ঞপ্তি