তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে গতকাল বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের দ্বিপক্ষীয় বৈঠক আগারগাঁওয়ে আইসি টাওয়ারে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। আইসিটি প্রতিমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী এবং বাণিজ্য বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ দেশ। তিনি বন্ধুপ্রতিম চীনের সঙ্গে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা ও একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেনÑবাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রঞ্জিত কুমার, তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামালসহ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিজ্ঞপ্তি

Print Date & Time : 6 August 2025 Wednesday 2:50 am
আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক
করপোরেট কর্নার ♦ প্রকাশ: