আইসিডিডিআরবি’র এক হাজারেরও বেশি কর্মীর চাকরিচ্যুতির নোটিশ

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধের জেরে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) ২০ শতাংশ কর্মীর (এক হাজারেরও বেশি) কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুতির নোটিশ দেয়া হয়েছে। এসব কর্মকর্তা-কর্মচারী যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) অর্থায়নে পরিচালিত বিভিন্ন গবেষণা প্রকল্পে চাকরি করতেন।

গতকাল শুক্রবার সকালে আইসিডিডিআরবির নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রমতে, আইসিডিডিআরবিতে পাঁচ হাজারের বেশি কর্মী চাকরি করেন। তাদের মধ্যে ২০ শতাংশ কর্মী এমন নোটিশ পেয়েছেন। যেসব প্রকল্প ইউএসএআইডির ফান্ডে চলত সেগুলোর প্রায় সবই বন্ধ হয়ে গেছে, যে কারণে সেসব প্রকল্পে কর্মরতদের চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়েছে। শুধু আইসিডিডিআরবি নয়, এমন হাজার বেসরকারি সংস্থার এমন অবস্থা। কর্মকর্তারা বলেন, সবচেয়ে বেশি কর্মকর্তা-কর্মচারী কাজ হারিয়েছেন সংক্রামক রোগ বিভাগের যক্ষ্মাবিষয়ক কর্মসূচি থেকে।

যক্ষ্মা কর্মসূচির কর্মকর্তা-কর্মচারীরা সরকারের জাতীয় যক্ষ্মানিয়ন্ত্রণ কর্মসূচির সঙ্গে কাজ করতেন। প্রসঙ্গত, আইসিডিডিআরবির অনেক গবেষণায় অর্থায়ন করে ইউএসএআইডি। বার্ষিক বরাদ্দের ২০ শতাংশের বেশি অর্থ আসে ইউএসএআইডি থেকে। আইসিডিডিআরবিতে কাজ করেন পাঁচ হাজারের বেশি গবেষক, কর্মকর্তা ও কর্মচারী।