ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রধান কার্যালয়ের বোর্ডরুমে সম্প্রতি পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল থেকে চেক হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন গাজী, মহাব্যবস্থাপক মো. জাকের হোসেন, উপমহাব্যবস্থাপক মো. কোরবান আলী, সহকারী মহাব্যবস্থাপক মো. রওশন কবীর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএলআই ক্যাপিটাল লিমিটেডকে সাত কোটি, আইআইডিএফসি ক্যাপিটালকে চার কোটি, আইআইডিএফসি সিকিউরিটিজকে সাত কোটি, নিউ ইরা সিকিউরিটিজকে দুই কোটি ও থিয়া সিকিউরিটিজকে দুই কোটি টাকার চেক হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তি

Print Date & Time : 10 September 2025 Wednesday 2:46 pm
আইসিবিতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল থেকে চেক হস্তান্তর
করপোরেট কর্নার ♦ প্রকাশ: