আইসিবিতে সেবা সপ্তাহ উদ্বোধন

‘গ্রাহকবান্ধব আইসিবি, স্বচ্ছতার প্রতিচ্ছবি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে পাঁচ দিনব্যাপী ‘গ্রাহক সেবা সপ্তাহ-২০২১’কর্মসূচি গতকাল উদ্বোধন করে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। উদ্বোধনী অনুষ্ঠানে আইসিবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কিসমাতুল আহসান, ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন গাজী, আইসিবির তিনটি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা, মহাব্যবস্থাপকরা, আইসিবি কর্মচারী ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি