আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ২১তম বার্ষিক সাধারণ সভা

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান ড. মো. কিসমাতুল আহসান সভায় সভাপতিত্ব করেন। কোম্পানির প্রধান নির্বাহী এটিএম আহমেদুর রহমান এবং অন্যান্য পরিচালক ও শেয়ারহোল্ডার সভায় উপস্থিত ছিলেন। সভায় ৩০ জুন ২০২১ তারিখে সমাপ্ত কোম্পানির ২০২০-২১ অর্থবছরের বার্ষিক হিসাব অনুমোদিত হয়। সভায় কোম্পানির শেয়ারহোল্ডারদের ২০২০-২১ অর্থবছরের জন্য ৬০ শতাংশ (অন্তর্র্বর্তীকালীন ৫০ শতাংশ নগদ লভ্যাংশসহ) নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি