Print Date & Time : 11 September 2025 Thursday 4:35 pm

আইসিবি ইসলামিক ব্যাংকের লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ

শেয়ারবিজ ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংক গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না।

গতকাল সোমবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৪২ পয়সা। আগের হিসাববছরে (২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছিল ৮৫ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ২০ টাকা ৭৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার তথ্য (এজিএম) এবং রেকর্ড তারিখ পরবর্তী নোটিসের মাধ্যমে জানানো হবে।