নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আগামী দুই মার্চ অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটি হলো আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড ও গ্লাক্সোস্মিথক্লাইন লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র মতে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের পর্ষদ সভা আগামী দুই মার্চ দুপুর দুইটা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে কোম্পানির বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা। কোম্পানিটি ২০১৫ সালে কোনো লভ্যাংশ দেয়নি।
উল্লেখ্য, কোম্পানিটি ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত অপর কোম্পানি ওষুধ ও রসায়ন খাতের গ্লাক্সোস্মিথক্লাইন লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী দুই মার্চ অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল সাড়ে চার টায় কোম্পানিটির সভা হবে। সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে কোম্পানির বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা। কোম্পানিটি ২০১৫ সালে ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো।
উল্লেখ্য, কোম্পানিটি ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।