Print Date & Time : 13 August 2025 Wednesday 2:55 pm

আইসিবি ইসলামিক ব্যাংকের দর বাড়ছে কারন ছাড়াই

নিজস্ব প্রতিবেদক: তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের শেয়ার দর বাড়ার পেছনে অপ্রকাশিত তথ্য নেই। ওই কোম্পানির অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্যই জানিয়েছে কোম্পানিটি।

ডিএসইর তথ্যমতে, অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে গতকাল ২৫ জানুয়ারি (বুধবার)  কোম্পানিকে নোটিস পাঠিয়েছিলো ডিএসই। যার জবাবে ‘সাম্প্রতিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই’ বলে ডিএসইকে জানানো হয়েছে।

কোম্পানিটির শেয়ার দর গত নয় জানুয়ারি ২০১৭ থেকে বাড়ছে। গত ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর প্রায় এক টাকা ৬০ পয়সা বেড়েছে।

এদিকে ওই কোম্পানির শেয়ার দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলেই মনে করছে ডিএসই। যার জের ধরে কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয়েছিলো।