Print Date & Time : 30 August 2025 Saturday 8:04 am

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মিরাজ

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টির পর বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে আইসিসি, যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মেহেদী হাসান মিরাজ। গেল বছর বল হাতে ২৪ উইকেটের পাশাপাশি ব্যাটিংয়ে এক সেঞ্চুরি ও এক ফিফটিতে মিরাজ করেছেন ৩৩০ রান।

আজ আইসিসির ওয়েবসাইটে বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ক্রিকেট ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও দর্শকের ভোটে এই দল নির্বাচন করা হয়।

মিরাজ ছাড়া ঘোষিত এই ওয়ানডে একাদশে ওয়েস্ট ইন্ডিজ, ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দুইজন করে। আর পাকিস্তান ও জিম্বাবুয়ে থেকে একজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছেন।

বর্ষসেরা ওয়ানডে দল
বাবর আজম (অধিনায়ক), ট্র্যাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম (উইকেটকিপার), সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা।