Print Date & Time : 11 September 2025 Thursday 8:11 pm

‘আওয়ামী লীগের নির্বাচনের স্বপ্ন বাস্তবায়িত হবে না’

 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি আবুল হাসনাত জালালি বলেছেন, আওয়ামী লীগ ১৮ সালেও পার পেয়ে গেছেন। কিন্তু আগামী ৭ জানুয়ারি আপনারা নির্বাচনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন না।

গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কর্তৃক আয়োজিত মাওলানা মামুনুল হকসহ সব মজলুম কারাবন্দির নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ভোটাধিকার নিশ্চিতের দাবিতে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ এই মুসলমানের দেশে মাওলানা মামুনুল হকসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করে কারারুদ্ধ করে রেখেছে। এ সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে। এজন্য সরকারকে জবাবদিহি করতে হবে। এ সরকার আমাদের অধিকার হরণ করেছে। সরকার ক্ষমতা ছেড়ে দিতে ভয় পায়, কারণ তারা যে পরিমাণ অন্যায় করেছে, সেজন্য জনগণের আদালতে তাদের বিচার হবে। আপনাদের নোংরা খেলা এ দেশের জনগণ জেনে গেছে।

সমাবেশে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মোল্লা মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। আমাদের দেশকে রক্ষা করতে হবে। এ সরকার প্রশাসনকে ধ্বংস করেছ, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থাসহ সবকিছুকে ধ্বংস করেছে। এই সরকার স্বৈরতন্ত্র কায়েম করতে চায়। বাংলাদেশসহ আটটি দেশে হিন্দুত্ববাদ কায়েম করবে, সেই এজেন্ডা নিয়ে কাজ করে এই দেশের সরকার। এদেশের জনগণ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বায়তুল মাল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম প্রমুখ।