শেয়ার বিজ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় গণভবনে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন। এটি আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে গঠিত নতুন কমিটির প্রথম সভা।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, দলের কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে কারা দায়িত্ব পাচ্ছেন তা ঘোষণা করা হবে সভাপতিমণ্ডলীর এ সভায়। দলের ২২তম জাতীয় সম্মেলনে অন্যান্য পদে নতুন নেতৃত্ব নির্বাচিত হলেও কার্যনির্বাহী সংসদের সদস্য পদে কোনো নাম ঘোষণা করা হয়নি।
এছাড়া, সম্পাদকমণ্ডলীতে শ্রমবিষয়ক সম্পাদক, যুব ও ক্রীড়া সম্পাদক এবং উপ-প্রচার সম্পাদকের পদও ফাঁকা রাখা হয়েছে। এ পদ পরবর্তীতে পূরণ করা হবে বলে জানিয়েছিলেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এসব পদও পূরণ হতে পারে সভাপতিমণ্ডলীর প্রথম সভায়।