Print Date & Time : 28 August 2025 Thursday 4:57 am

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে: আইনমন্ত্রী

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এ দেশে যেকোনও রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে। এতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকারের কোন আপত্তি নেই। আমরা গণতন্ত্র বিশ্বাস করি। আমরা বাংলাদেশের গণতন্ত্র স্থাপন করেছি।’

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির তত্ত্বাবধায়কের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের একটি সংবিধান আছে। বাংলাদেশের সংবিধানে জাতীয় নির্বাচন কীভাবে হবে তা সম্পূর্ণভাবে লিখা আছে। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে আইন সচিব গোলাম সারোয়ার, পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্ত (ইউএনও) অংগ্যজাই মারমা, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূঁইয়া বাদল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।