শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেছেন, আখচাষিদের প্রশিক্ষণ দিতে কুষ্টিয়া সুগার মিলে একটি পাইলট প্রকল্প হাতে নেয়া হয়েছে। সম্প্রতি স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের ‘আখ চাষের টেকসই মডেল’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিল্প সচিব এসব কথা বলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদশ সুগার রিসার্স ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আমজাদ হোসেন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনোয়ারুল আলম ও চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক আশরাফ আলী। অন্যদের মধ্যে কুষ্টিয়ার ডিসি মোহাম্মদ সাইদুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
