আখাউড়ায় ছুরিকাঘাত করে ছিনতাই, আটক ১

 

শেয়ার বিজ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্রিটিশ-আমেরিকান ট্যোবাকো কোম্পানির এক প্রতিনিধিকে ছুরিকাঘাত করে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় খোকন সূত্রধর নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল সোমবার পৌর শহরের লাল বাজার এলাকার জনতা ব্যাংকের নিচে এ ঘটনা ঘটে। আটক খোকন সূত্রধর বিজয়রনগর উপজেলার সিঙ্গারবিল গ্রামের রমেশ সূত্রধরের ছেলে।

পুলিশ জানায়, গতকাল দুপুরে লাল বাজার এলাকার জনতা ব্যাংকে ব্রিটিশ-আমেরিকান ট্যাবাকো কোম্পানির প্রতিনিধি মানিক দেবনাথ টাকা জমা দিতে যাওয়ার সময় কয়েক ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে ১৮ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছিনতাইকারীদের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আহত  মানিক দেবনাথকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।