আখাউড়ায় দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একই লাইনে দুই ট্রেন চলে আসায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। এরপর থেকে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, আখাউড়া রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফরমে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস দাঁড়ানো ছিল। একই সময়ে প্রায় একশ গজ দূরে ঢাকা থেকে চট্টগ্রমগামী ৬০৪ নং কন্টেইনার ট্রেন চলে আসে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিফ হোসেন সিকদার জানান, বিকেল সাড়ে ৪টায় সবগুলো লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এতে আটকে পড়া ট্রেনগুলো নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।