Print Date & Time : 29 August 2025 Friday 12:07 am

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

নিজস্ব প্রতিবেদক : তুরাগ নদের তীরে কাঙ্খিত আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি।

রোববার (১৫ জানুয়ারি) বেলা ৯টা ৫৭ মিনিটে শুরু হয়ে দীর্ঘ ২৩ মিনিট চলার পর ১০টা ২০ মিনিটে শেষ হয় আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করছেন কাকরাইল মসজিদের ইমাম ও তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা মুহাম্মদ জুবায়ের আহমেদ। মোনাজাতের আগে চলে পবিত্র কোরআন-হাদিসের আলোকে হেদায়তি বয়ান।

প্রসঙ্গত, শুক্রবার (১৩ জানুয়ারি) আম বয়ানের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। এই পর্বে মাওলানা মো. জোবায়েরের অনুসারীরা অংশ নেন।