Print Date & Time : 2 September 2025 Tuesday 2:06 am

আখ ক্ষেতে গাঁজাচাষ, র‌্যাবের জালে ধরা

প্রতিনিধি, ময়মনসিংহ: খুঁচরা গাঁজা বিক্রির মাধ্যমে মাদক ব্যবসা শুরু করেন কামরুল ইসলাম। এরপর অতিলোভে বিক্রেতা থেকে পরিণত হন গাঁজাচাষিতে।

ময়মনসিংহ সদরের বিজয়নগর এলাকায় নিজ জমিতে গাঁজা চাষ করতেন এই কামরুল। মানুষের চোখ ফাঁকি দিতে নিজ বাড়ির পেছনের আখ ও পুঁইশাক ক্ষেতে আড়াই মাস আগে গাঁজার বীজ রোপণ করেন তিনি। সাধারণ দৃষ্টিতে গাঁদা ফুলগাছ মনে হওয়ায় প্রতিবেশীদের কেউ বুঝতেই পারেননি, এখানেই হচ্ছিল গাঁজার চাষ!

কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয়নি কামরুলের। স্থানীয়দের চোখকে ফাঁকি দিতে পারলেও র‌্যাবের জালে ধরা পড়েছেন তিনি।  

রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করেছে র‌্যাব-১৪।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪-এর একটি দল ময়মনসিংহ সদরের বিজয়পুরে অভিযান চালালে হাতেনাতে ধরা পড়েন গাঁজাচাষি কামরুল ইসলাম। র‌্যাব জানায়, নিজে গাঁজা সেবনের পাশাপাশি খুচরা বিক্রেতা ছিলেন তিনি।

র‌্যাব-১৪-এর কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহাম্মদ জয় বলেন, মাদক বিক্রি বা মাদকসংক্রান্ত কোনো কিছুর সঙ্গে জড়িত থাকলে তার কোনো তথ্য আমাদের দিলে আমরা আইনানুযায়ী ব্যবস্থা নেব। যারা তাকে গাঁজার বীজ সরবরাহ করেছে, তাদেরও আটকের চেষ্টা চলছে।