শেয়ার বিজ ডেস্ক:চলতি বছরের বিদায়ী আগস্ট মাসে যুক্তরাজ্যের গৃহনির্মাণ ও নির্মাণ খাতে প্রবৃদ্ধি ছিল ধীরগতির। করোনা মহামারির ডেল্টা ধরনের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরবরাহ শৃঙ্খল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ফলে এ খাতের কাঁচামালের দাম দেশটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থায় বৃদ্ধি পেয়েছে, যা নির্মাণ প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। খবর: গার্ডিয়ান, ইয়াহু ফাইন্যান্স।
স্থানীয় সময় গতকাল ডেটা সংস্থা আইএইচএস মার্কিটস এক গবেষণা জরিপ প্রকাশ করে। ওই জরিপে দেখা যায়, আগস্টে ‘কনস্ট্রাকশন পিএমআই সার্ভে’তে যুক্তরাজ্যর ইতিহাসে কাঁচামালের দাম ১৯৯০ সালের পর থেকে সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে, যা দেশটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বৃদ্ধি।
আইএইচএস মার্কিটসের ওই জরিপে দেখা যায়, ইউকে কনস্ট্রাকশন পিএমআই সূচক জুলাইয়ের ৫৮ দশমিক সাত থেকে কমে আগস্টে ৫৫ দশমিক দুইয়ে নেমেছে, যা পাঁচ মাসের মধ্যে সর্বনি¤œ। গবেষণায় বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গত সাত মাসের চেয়ে যুক্তরাজ্যে আগস্টে বাড়ির চাহিদা অনেক বেড়েছে। কিন্তু সরবরাহ ব্যাহত হওয়ায় বাড়ির দাম কয়েকগুণ বেড়ে গেছে।
এ প্যানথন ম্যাক্রোইকনোমিকস ইউকের প্রধান অর্থনীতিবিদ স্যামুয়েল টমস বলেন, নির্মাণ খাতের প্রবৃদ্ধি কভিডপূর্ব স্তরে পৌঁছে যাওয়ায় ‘এ ধরনের মন্দাভাব উদ্বেগজনক নয়।’
আর চার্টার্ড ইনস্টিটিউট অব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাইয়ের গ্রুপ পরিচালক ডানকান ব্রক বলেন, শ্রমিক স্থানান্তর এবং দক্ষ শ্রমিক নিয়োগের কারণে কাঁচামাল ও স্টাফ খরচ অনেক বেড়েছে। তিনি বলেন, নির্মাত খাতে দক্ষ কর্মীদের বেশি বেতন দেয়া এবং সরবরাহ শৃঙ্খলে বিপর্যয়ের কারণে কম সরবরাহের জন্য গত জুনে প্রায় ৮৪ শতাংশ মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে, যা আগস্টেও অব্যাহত ছিল।
এদিকে আগস্টে যুক্তরাজ্যের বাণিজ্যিক কাজ সূচক ৫৬ দশমিক শূন্য (সিডব্লিউআই) নির্মাণ ক্ষেত্রের সর্বোচ্চ ভালো ছিল। যদিও কাজের সম্প্রসারণের দিক দিয়ে গত ছয় মাসের মধ্যে ধীরগতির। এর মধ্যে গৃহনির্মাণ সূচক ছিল ৫৫ দশমিক শূন্য যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং ছিল ৫৪ দশমিক আট, যা গত চার মাসের মধ্যে ধীরগতির।
আগস্টে পুরো কাজ গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে, যদিও নতুন ক্রয়াদেশ ছিল গত মার্চ থেকে দুর্বল।
ব্যবসায়ীরা জানান, ব্রেক্সিট ইস্যু ও কভিড মহামারির জন্য প্রকল্পগুলো দেরি করে চালু করা হচ্ছে। কারণ কাঁচামাল সরবরাহে ধীর এবং বারবার খরচ বৃদ্ধি গ্রহকদের অত্মবিশ্বাস কমিয়ে দেয়।
সর্বশেষ জরিপ অনুযায়ী, যুক্তরাজ্যে কর্মসংস্থান বৃদ্ধি গত চার মাসের মধ্যে সর্বনি¤েœ চলে এসেছে। কোম্পানিগুলো টেকসই চাহিদার জন্য বারবার নোট করলেও অতিরিক্ত খরচের চাপে নতুন কর্মী নিয়োগ দিতে ব্যর্থ হচ্ছেন কোম্পানির মালিকরা।
তবে আইএইচএস মার্কিটস বলছে, আগামী ১২ মাস নির্মাণ খাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ফলে ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে নির্মাণ খাত এগিয়ে যাবে।
আগস্টে গাড়ি বিক্রি আট বছরে সর্বনিম্ন: এদিকে আগস্টে যুক্তরাজ্যে গাড়ি বিক্রি কমেছে। চিপ সংকটে দেশটিতে গাড়ি উৎপাদন হ্রাস পেয়েছে। ফলে মাসিক ভিত্তিতে আগস্টে গাড়ি বিক্রি ২০১৩ সাল থেকে কম, যা গত আট মাসে সর্বনিম্ন। ইন্ডাস্ট্রি বডি দ্য সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারাস অ্যান্ড ট্রেডারস এক প্রতিবেদনে জানায়, আগস্টে যুক্তরাজ্যজুড়ে মাত্র ৬৮ হাজর ৩৩টি নতুন গাড়ি বিক্রি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ কম। আর মাসিক ভিত্তিতে ২০১৩ সালের আগস্ট থেকে চলেছে দুর্বল বিক্রি।