আগস্টে রপ্তানি আয় বেড়েছে ৩৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : আগস্টে রপ্তানি থেকে বাংলাদেশের আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ বেড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ তথ্যে দেখা যাচ্ছে, চলতি অর্থবছরের আগস্টে ৪৬৭ কোটি ১৮ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এর আগে ২০২১-২২ অর্থবছরের আগস্টে ৩৩৮ কোটি ৩০ লাখ ডালারের পণ্য রপ্তানি হয়েছিল; অর্থাৎ সে সময়ের চেয়ে প্রবৃদ্ধি হয়েছে ৩৮ শতাংশ। আজ রোববার এই তথ্য প্রকাশ করেছে ইপিবি।

চলতি অর্থবছরের আগস্টে ৪৩০ কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্য ঠিক করেছিল সরকার।  সেহিসেবে লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ৬৫ শতাংশ বেশি আয় হয়েছে।

এবারের অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৩৯৮ কোটি ৪৮ লাখ টাকার পণ্য রপ্তানি হয়েছিল, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৪ দশমিক ৭২ শতাংশ বেশি ছিল।

রপ্তানির এই প্রবৃদ্ধিতে বিশেষ ভ‚মিকা রয়েছে তৈরি পোশাক, হোম টেক্সটাইলসহ অন্যান্য পোশাক পণ্যের। তবে গত সপ্তাহে বিজিএমইএ ও বিকেএমইএর একাধিক নেতা জানিয়েছিলেন, ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা ক্রেতাদের কেউ কেউ পোশাক তৈরির ক্রয়াদেশে কাটছাঁট করছেন। অনেকে পোশাক তৈরির পর তা কিছুটা বিলম্বে গ্রহণ করতে চাইছেন।

গত দুই মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৭১১ কোটি ২৬ ডলারের। প্রবৃদ্ধি এসেছে ২৬ শতাংশ।

দুই মাসে ২৬ কোটি ৮৫ লাখ ডলারের হোম টেক্সটাইল রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৫৩ শতাংশ বেশি।

এ সময়ে তিন কোটি ৩৩ লাখ ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানির ফলে ৬০ শতাংশ প্রবৃদ্ধি এসেছে।

এছাড়া চামড়া ও চামড়াজাত পণ্য দুই মাসে রপ্তানি হয়েছে ২২ কোটি ৩২ লাখ ডলারের; প্রবৃদ্ধি প্রায় ২৮ শতাংশ। পাটপণ্য রপ্তানি হয়েছে ১৫ কোটি ৬৬ লাখ ডলারের; প্রবৃদ্ধি প্রায় ২৩ শতাংশ।