আগস্টে রেমিট্যান্স কমেছে ১৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের আগস্ট মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ কমেছে। আগস্ট মাসে প্রবাসীদের পাঠানো আয় আগের মাসের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টে প্রবাসীরা ১ দশমিক ৬০ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছে। যা আগের মাস জুলাইতে ছিল ১ দশমিক ৯৭ শতাংশ। অর্থাৎ এ মাসের ব্যবধানে রেমিট্যান্স ১৮ দশিমক ৯৩ শতাংশ কমেছে। আর এক বছরের তুলনায় কমেছে ২১ দশমিক ৪৭ শতাংশ। গত বছরে আগস্ট মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ০৯ বিলিয়ন ডলার।